সুদূরের কণ্ঠস্বর

কিছু কথা, কিছু ব্যাথা, কিছু ভালোলাগা আর হৃদয়ের আর্তি নিংড়ে গড়ে ওঠা এক অনুভূতির জগত...

রক্তাক্ত উল্লাস (রক্তাক্ত সুখ-এর ২য় পত্র)


মানুষ পৃথিবীতে আসে একাকী। দিনে দিনে এখানে সে অনেককে দেখে, মেশে। অনেকের জন্য হৃদয়জুড়ে তৈরী হয় দুর্নিবার অনুভূতি। তারপর...........এক সময় সব শেষ হয়ে যায়। নিঃসঙ্গতার নীল আলোয় আবগাহন করতে করতে হারিয়ে যেতে হয় মহাকালের অতল গহ্বরে.....। কেউ কি বলতে পারে, কেন এমন হয়?




গীর্জাটি এখনো পড়ে আছে
নির্জন,স্পন্দনহীন কোন স্থানে
পরিচর্যার কেউ নেই
ছোঁয়াও হয় না বাইবেলটি
দেয়ালে আশ্রয় নিয়েছে গাছ
আগাছা আগলে রেখেছে পথটি।


প্রদীপটি নিভে গেছে।
অন্ধকারে পড়ে আছে যীশু
নিভৃতে,ঘুণে ধরা বেদীর ওপরে।
যীশুর সমস্ত দেহে এখন
ময়লার পুরু আস্তরণ।
আসে না ঈশ্বরের দূত;
ঈশ্বর ভুলে গেছেন যীশুকে।
গীর্জার প্রতিটি বর্গ ইঞ্চিতে
এখন শুধুই রক্তের গন্ধ।

এ পর্যন্ত যারা এখানে এসেছেন

কবিতার খাতা

কপি - পেস্ট সুরক্ষিত ব্লগ

Protected by Copyscape Originality Checker

কপিরাইট

Creative Commons License
সুদূরের কণ্ঠস্বর by jabir rizvi is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 3.0 Unported License for jabirrizvi.blogspot.com.

মোহনার বালুচরে , একসাথে..