মানুষের মন খুব চঞ্চল। জীবনের চলার পথে কখন যে কাকে ভালো লেগে যায়, কেউ বলতে পারে না। সেই ভালোলাগার কথা তাকে কি বলা যায়? না বলা কথাগুলো জমাট বেধে যখন অলিন্দের চাপ বাড়াতে থাকে, অনুভূতির প্রগাঢ়তায় তখন জন্ম হয় কবিতার।
ভুলে যাও জীবনের দুঃখগুলো
খুঁজে নাও সুখ-
বেরিয়ে এস কষ্টের বৃত্ত থেকে।
কেঁদো না নিজে,কাঁদিওনা কাউকে
উদ্ভাসিত হও স্বর্গীয় হাসিতে।
হয়ত কেউ দেখছে তোমায়,
বহুদূর থেকে,সঙ্গোপনে।
যে তোমার পাশে থকে অনুক্ষণ
আজও বুঝলে না তাকে,
চিনলেনা কোনদিনই।
অভিমানে তাকে দিও না দুঃখ-
হয়ত সে কাঁদে তোমার কষ্টে,
পরম বন্ধুর মত-
নিভৃতে,একাকী বসে।