প্রতিটি মানুষেরই কিছু না কিছু আকাঙ্খা থাকে, থাকে তাদের না পাওয়ার হাহাকার। অবাস্তব সেই আকাঙ্খাগুলো বাস্তবতার সাথে তৈরী করে অনেক দূরত্ব। মানুষ তার সারাটা জীবন ধরে চেষ্টা করে এই দূরত্ব কমানোর। পারেনা। আর পারেনা বলেই সেই আকাঙ্খাগুলোর স্পর্শ নিয়ে বেঁচে থাকতে চায়। সময় চলে যায় কিন্তু জীবন তো থেমে থাকে না.........
কোন্ অপার্থিব নীলিমায় সৃষ্টি?
অস্পৃশ্যতার আড়ালে অনুভূতির ছোঁয়া
অবাস্তবতার সুস্পষ্ট দেয়াল
যাকে ভাঙতে আমি অপারগ।
তোমায় খুঁজে ফিরি আমি-
অদৃশ্যালোকে, তবুও প্রাকৃতিক পরিবেশে
তোমার প্রত্যক্ষ আস্তিত্বিক প্রকাশ।
যেভাবে খুঁজে ফেরে জ্যোতির্বিদ;
নীহারিকা, দূর নক্ষত্রালোকে।
আমার ব্যার্থতায় আমার বিরহ
প্রতিক্ষণে আমার আর্ত হাহাকার
প্রতিটি রাত, দুঃস্বপ্নময়।
দূর হতে ভেসে আসা কন্ঠস্বর-
চিনিয়ে দেয় নিজেকে।
আমার আকাঙ্খার মাঝে তুমি
নারী নও, কোন এক মায়াবী সত্তা;
তোমাকে পাবার আকাঙ্খায় আমি
বেঁচে রব, জন্ম থেকে জন্মান্তরে।
তবু জানি, পাবনা তোমায়
কোনদিনই-
কেননা তোমাকে শুধুই অনুভব করা যায়,
ভোগ করা যায় না।