শূণ্যতার মাঝে কেউ কিছু খোঁজে না। আমি খুঁজি। আমার হারিয়ে যাওয়া সত্তাকে, আমার আমাকে। জীবনের পথে নিয়ত হেঁটে চলা ক্লান্ত, রিক্ত এই পথিকের অপেক্ষার শেষ কোথায়?
একে একে সবাই চলে গিয়েছে
প্রার্থণার পর, শূণ্য গীর্জা
পড়ে থাকে আবছা অন্ধকারে
হঠাৎ আলোকিত হয় বেদী
ঈশ্বরের দূত অবস্থান নেয়
একটি মোমের উপর
যীশু আর একা নয়
সে এখন ক্রুশবিদ্ধ, রক্তাক্ত
এবং নগ্ন এক সুখী পুরুষ।