ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির অপূর্ণ অবয়ব......... .
১.
তোমার ছায়ার মিথ্যে মায়ায়
হারিয়ে যখন নষ্ট আঁধারে
খুঁজে পেতে চাই ব্যর্থ আলো
অচেনা অতীত যাক হারিয়ে।
************
২.
নগ্ন দেহের তীব্র মায়ায়
হাজার কীটের বিকৃত ত্রাস
নষ্ট মনের অচেনা ছায়ায়
নোংরা ফুলের মিষ্টি সুবাস।
************
৩.
বেলা শেষে যুদ্ধ শুরু
তোমার আমার নোংরা ছায়ায়
আঁধার যখন ঘনিয়ে আসে
আমি জয়ী তোমার মায়ায়।
অণুকাব্য-১
Written by
jabir rizvi
October 13, 2009