সুদূরের কণ্ঠস্বর

কিছু কথা, কিছু ব্যাথা, কিছু ভালোলাগা আর হৃদয়ের আর্তি নিংড়ে গড়ে ওঠা এক অনুভূতির জগত...

অণুকাব্য-১


ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির অপূর্ণ অবয়ব......... .






১.
তোমার ছায়ার মিথ্যে মায়ায়
হারিয়ে যখন নষ্ট আঁধারে
খুঁজে পেতে চাই ব্যর্থ আলো
অচেনা অতীত যাক হারিয়ে।

************

২.
নগ্ন দেহের তীব্র মায়ায়
হাজার কীটের বিকৃত ত্রাস
নষ্ট মনের অচেনা ছায়ায়
নোংরা ফুলের মিষ্টি সুবাস।

************

৩.
বেলা শেষে যুদ্ধ শুরু
তোমার আমার নোংরা ছায়ায়
আঁধার যখন ঘনিয়ে আসে
আমি জয়ী তোমার মায়ায়।

এ পর্যন্ত যারা এখানে এসেছেন

কবিতার খাতা

কপি - পেস্ট সুরক্ষিত ব্লগ

Protected by Copyscape Originality Checker

কপিরাইট

Creative Commons License
সুদূরের কণ্ঠস্বর by jabir rizvi is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 3.0 Unported License for jabirrizvi.blogspot.com.

মোহনার বালুচরে , একসাথে..