সুদূরের কণ্ঠস্বর

কিছু কথা, কিছু ব্যাথা, কিছু ভালোলাগা আর হৃদয়ের আর্তি নিংড়ে গড়ে ওঠা এক অনুভূতির জগত...

অণুকাব্য-২


 ক্ষুদ্র ক্ষুদ্র শব্দগুচ্ছের বিচিত্র অবয়ব.......






১.
নীল আঁধারের অন্ধ আলোয়
নগ্ন চোখে ঝাপসা প্রলয়
অন্য আলোয় আলোকিত মুখ
আমার অলো শূণ্যে মিলায়।

**************

২.
অতীত ফিরে আসুক বারে বারে
ভবিষ্যৎ হয়ে
বর্তমানের আমি হারিয়ে যাব
মহাকালের আঁধারে।

**************

৩.
নীলচে মায়ার তীব্র আলোয়
অন্ধকারের প্রতিচ্ছবি
তপ্ত আশার ভলোবাসায়
আমি এখন ব্যর্থ কবি।


এ পর্যন্ত যারা এখানে এসেছেন

কবিতার খাতা

কপি - পেস্ট সুরক্ষিত ব্লগ

Protected by Copyscape Originality Checker

কপিরাইট

Creative Commons License
সুদূরের কণ্ঠস্বর by jabir rizvi is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 3.0 Unported License for jabirrizvi.blogspot.com.

মোহনার বালুচরে , একসাথে..