একে একে সবাই চলে গিয়েছে
প্রার্থণার পর, শূণ্য গীর্জা
পড়ে থাকে আবছা অন্ধকারে
হঠাৎ আলোকিত হয় বেদী
ঈশ্বরের দূত অবস্থান নেয়
একটি মোমের উপর
যীশু আর একা নয়
সে এখন ক্রুশবিদ্ধ, রক্তাক্ত
এবং নগ্ন এক সুখী পুরুষ।
প্রতিটি মানুষেরই কিছু না কিছু আকাঙ্খা থাকে, থাকে তাদের না পাওয়ার হাহাকার। অবাস্তব সেই আকাঙ্খাগুলো বাস্তবতার সাথে তৈরী করে অনেক দূরত্ব। মানুষ তার সারাটা জীবন ধরে চেষ্টা করে এই দূরত্ব কমানোর। পারেনা। আর পারেনা বলেই সেই আকাঙ্খাগুলোর স্পর্শ নিয়ে বেঁচে থাকতে চায়। সময় চলে যায় কিন্তু জীবন তো থেমে থাকে না.........
মানুষের মন খুব চঞ্চল। জীবনের চলার পথে কখন যে কাকে ভালো লেগে যায়, কেউ বলতে পারে না। সেই ভালোলাগার কথা তাকে কি বলা যায়? না বলা কথাগুলো জমাট বেধে যখন অলিন্দের চাপ বাড়াতে থাকে, অনুভূতির প্রগাঢ়তায় তখন জন্ম হয় কবিতার।
Copyright 2009 - সুদূরের কণ্ঠস্বর
Theme designed by: Raycreations.net, Ray Hosting Tested by Blogger Templates